পুকুরে জাল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ : ধারালো অস্ত্রের কোপে মৃত ২

24th September 2020 11:07 am মালদা
পুকুরে জাল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ : ধারালো অস্ত্রের কোপে মৃত ২


দেবাশীষ পাল ( মালদা ) :  পুকুরে জাল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে হাঁশুয়া দিয়ে কুপিয়ে দুই জনকে খুন করার অভিযোগ উঠল অপর পক্ষের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম আরো কয়েকজন। বুধবার গভীর রাতে মালদহের  ইংরেজবাজার থানার পার্বত্যা গ্রামে ঘটনাটি ঘটেছে।পুকুরে জাল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে ইংরেজ বাজার থানার  পুলিশ। পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তিদের নাম অর্জুন ঘোষ (৩০)  ও ফুলচাঁদ ঘোষ (৩২)। জখম হয়েছে ভীম ঘোষ।  জানা গিয়েছে বুধবার বিকেলে একটি পুকুরে পাড়ে বাঁঁধ দেওয়া ছিল জাল দিয়ে । সেই জাল অর্জুন ও ফুলচাঁদ মাছ ধরার জন্য পুকুরে ফেলে। কিছুক্ষণ পর গ্রামের ই দুই ব্যক্তি রাজেশ ও মদন এসে তাদের কাছে জালের দাবি জানায়। এই নিয়ে বিবাদ শুরু হয়। অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে অর্জুন ও ফুলচাঁদকে কোপাতে থাকে এলোপাথাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের। তাদের বাঁচাতে এসে জখম হয় পরিবারের কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। দেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠায় পুলিশ।





Others News